Saturday, July 27, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইন্টারনেট সেবাকে তথ্য-প্রযুক্তি সেবার অন্তর্ভুক্ত করার দাবি

ইন্টারনেট সেবাকে তথ্য-প্রযুক্তি সেবার অন্তর্ভুক্ত করার দাবি

ইন্টারনেট সেবা ব্যবসাকে তথ্য-প্রযুক্তি এবং এসংক্রান্ত সেবা খাতে (আইটি/আইটিইএস) অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। গত রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি উপস্থাপন করা হয়।

একই সঙ্গে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার সরঞ্জাম— রাউটার, ফাইবারের ওপর থেকে বিলাসী বা ক্ষতিকর পণ্যের মতো বিদ্যমান উচ্চ শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার আহবানও জানিয়েছে সংগঠনটি। দাবিগুলো যৌক্তিক বিবেচনায় তা পূরণে এনবিআর চেয়ারম্যান ইতিবাচক অভিব্যক্তি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

তাঁর নেতৃত্বে এ সময় এই সৌজন্য সাক্ষাৎকারে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নতুন কার্যনির্বাহী কমিটির মহাসচিব নাজমুল করিম ভূঞা। এ ছাড়া এই দলে ছিলেন আইএসপিএবির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, যুগ্ম মহাসচিব মো. আব্দুল কাইয়ুম রাশেদ, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান সুজন প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments