Thursday, June 8, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইন্টারনেটের ধীর গতি হতে পারে রাতে

ইন্টারনেটের ধীর গতি হতে পারে রাতে

ইন্টারনেটের ধীর গতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ (শুক্রবার) রাতে এই বিঘ্ন সৃষ্টি হতে পারে। এ  জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) প্রভাস চন্দ্র ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি-মি-উই-৫ (SEA-ME-WE-5) (SMW5) কনসোর্টিয়াম ২৯ জুলাই দিনগত রাত ২টা থেকে ৩০ জুলাই সকাল ৭টা পর্যন্ত সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। উল্লিখিত সময়কালে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। তবে সি-মি-উই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলি যথারীতি চালু থাকবে।’

এতে আরও বলা হয়, ‘রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীর গতির সম্মুখীন হতে পারেন। এজন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments