Sunday, September 24, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইনোভেশন অ্যাকসেলারেটর প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন ৩ কোটি ৯৮ লাখ টাকা

ইনোভেশন অ্যাকসেলারেটর প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন ৩ কোটি ৯৮ লাখ টাকা

বৈশ্বিক মহামারি উদ্ভূত অনিশ্চয়তার এ সময়ে প্রযুক্তিসংশ্লিষ্ট উদ্ভাবকদের পৃথিবীর গুরুত্বপূর্ণ নানা সমস্যা সমাধানে উৎসাহিত করতে ‘ইনোভেশন অ্যাকসেলারেটর’ প্রতিযোগিতার আয়োজন করেছে অপো রিসার্চ ইনস্টিটিউট। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় সেরা ১০ বিজয়ীকে তিন কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকা আর্থিক সহায়তা দেবে অপো। অপো রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লেভিন লিউ বলেন, ‘ইনোভেশন অ্যাকসেলারেটর প্রগ্রামে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে কাজ করতে পারবেন উদ্ভাবকরা। ’ ‘ভার্চুয়াস ইনোভেশন’ প্রতিপাদ্যে অপো অ্যাকসেসিবল টেকনোলজি ও ডিজিটাল হেলথ বিভাগে অংশগ্রহণকারীদের ধারণা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল বা কোনো ব্যক্তির জমা দেওয়া প্রস্তাবগুলো যথাযথ মূল্যায়ন করে সর্বোচ্চ ১০ জন বিজয়ীর প্রত্যেককে ৩৯ লাখ ৮৬ হাজার ৬৬২ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ জুন পর্যন্ত। তিন মাসব্যাপী প্রাথমিক মূল্যায়ন ও ডেমো ডে রোড শোর পর ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। বিজয়ী সব দল বা ব্যক্তিকে ধারণার বাস্তবায়নে ও প্রচারণায়ও সহায়তা দেবে অপো। বিস্তারিত জানতে oppo.com/en/proposal ঠিকানায় ভিজিট করতে হবে। প্রতিযোগিতাটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে মাইক্রোসফট ফর স্টার্টআপস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments