ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার শান মাসুদ।
নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ৩২ বছর বয়সি এ ব্যাটার। যা কাউন্টি ক্রিকেটে ইতিহাস।
ডার্বির কাউন্টি গ্রাউন্ডে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাসেক্সের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে খেলছেন শান মাসুদ।
প্রথম দিন শেষে ২০১ রানে অপরাজিত রয়েছেন তিনি। এতে পাকিস্তানের হয়ে ইতিহাস গড়েছেন তিনি।
পাকিস্তানের ইতিহাসে প্রথম ওপেনার হিসেবে কাউন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাসুদ।
তার আগে পাকিস্তানের আর কোনো ওপেনার কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করতে পারেননি।
STUMPS: #DCCC end the day 327-2, with Masood (201*) and Madsen (88*) to resume on Day Two.
Here’s the moment Shan Masood reached his double-hundred ?
Scorecard and clips ⤵️— Derbyshire CCC (@DerbyshireCCC) April 14, 2022
শান মাসুদের ডাবল সেঞ্চুরিতে ভর করে শক্ত অবস্থানে আছে ডার্বিশায়ার। প্রথম দিন ২ উইকেটে দলটির সংগ্রহ ৩২৭ রান।
সেঞ্চুরি না পেলেও প্রথম রাউন্ডেও ব্যাট হেসেছে শান মাসুদের। ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ৯১ ও ৬২ রান করেছিলেন এ ওপেনার।
চলতি কাউন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক শান মাসুদই।
তথ্যসূত্র: জিওসুপার টিভি