সৌদি প্রো লীগে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের কল্যাণে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে অ্যারাবিয়ান ক্লাব আল নাসর। তাছাড়া লিওনেল মেসিকে ভেড়াতে চেয়ে ঘনঘন খবরের শিরোনাম হচ্ছে আরবের আরেক ক্লাব আল হিলাল। এবার অসাধারণ কীর্তি গড়ে লাইমলাইটে ক্লাবটি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে রেকর্ড গড়েছে আল হিলাল। মঙ্গলবার রাতে মরক্কোয় অনুষ্ঠিত সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারায় হিলাল।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল এফসি। সফল স্পটকিকে দলকে লিড এনে দেন অ্যারাবিয়ান উইঙ্গার সালেম আলদাওয়াসারি। ২০তম মিনিটে ব্রাজিলিয়ান স্টার পেদ্রোর গোলে সমতা টানে ফ্লামেঙ্গো। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরেকটি পেনাল্টি পেয়ে যায় আল হিলাল। এবারও স্পটকিকে সফল হন আলদাওয়াসারি।
৭০তম মিনিটে আল হিলালের আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েত্তো স্কোরলাইন ৩-১ করেন। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান কমান পেদ্রো।
সৌদি আরবের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আল হিলাল। প্রতিযোগিতাটির ইতিহাসে মাত্র একবারই ফাইনালে খেলেছে ফ্লামেঙ্গো। ২০১৯ সালে টুর্নামেন্টটির ফাইনালে লিভারপুলের কাছে হেরেছিল তিনবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেস জয়ী ফ্লামেঙ্গো।
ইতিহাস গড়ে আল হিলাল কোচ র্যামন দিয়াজ বলেন, ‘আমাদের প্রস্তুতি ও মানসিক শক্তিমত্তা দেখে বিস্মিত হয়েছে ফ্লামেঙ্গো। তারা ভাবেনি আমাদের ফরমেশন ৪-৩-৩ থেকে ৪-৪-১-১ এ পরিবর্তন করা হবে।’
ফ্লামেঙ্গোর বিপক্ষে দুর্দান্ত ছন্দ দেখান আল হিলাল তারকা লুসিয়ানো ভিয়েত্তো। একটি গোল করার আগে হিলালের পাওয়া দুটি পেনাল্টিই আদায় করে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ভিয়েত্তোর প্রশংসা করে র্যামন দিয়াজ বলেন, ‘(প্রতিপক্ষকে চমকে দিয়ে) আমরা (ফরোয়ার্ড) লুসিয়ানো ভিয়েত্তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়েছি। খেলায় নৈপুণ্য দেখিয়েছে সে। দুটি পেনাল্টি আদায়সহ আমাদের জন্য অসাধারণ একটি গোল করে ভিয়েত্তো।’
ফ্লামেঙ্কো কোচ পেরেইরা রেফারিং নিয়ে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমরা আল হিলারের সঙ্গে লড়তে প্রস্তুত ছিলমা। কিন্তু প্রতিযোগিতার মানের সঙ্গে যায় না এমন রেফারিংয়ের জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’
আজ রাতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মিশরীয় ক্লাব আল আহলির মোকাবিলা করবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে আল হিলাল এফসি।