Saturday, April 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইক্যাব নির্বাচনে দ্য চেঞ্জমেকারস টিমের প্যানেল ঘোষণা

ইক্যাব নির্বাচনে দ্য চেঞ্জমেকারস টিমের প্যানেল ঘোষণা

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা করা ‘দ্য চেঞ্জমেকারস টিম’-এর প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার শতাধিক ই-কমার্স ব্যবসায়ীর উপস্থিতিতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ৯ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলের সদস্যরা হচ্ছেন সিপ্রোকো কম্পিউটারের শাফকাত হায়দার, বাংলামেডসের ওয়াসিম আলিম, ক্লিনফোর্সের মো. তাসদীখ হাবীব, আরটিএস এন্টারপ্রাইজের জিসান কিংশুক হক, কিনলে ডটকমের মোজাম্মেল হক মৃধা, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ, ই-কুরিয়ারের বিপ্লব ঘোষ রাহুল, সেবা ডট এক্সওয়াইজেডের ইলমুল হক সজিব এবং হুর নুসরাতের নুসরাত আক্তার লোপা। দ্য চেঞ্জমেকারস টিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ই-কমার্স খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরির পাশাপাশি ইক্যাবকে সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের কাছে শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করতে চায় তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments