ব্রাজিলে বন উজাড় করে স্থাপন করা গরুর খামার থেকে যেসব মাংস ইউরোপে সরবরাহ হয়েছে, সেই খামারের মাংশ সুপারমার্কেট থেকে প্রত্যাহার করা হয়েছে৷ কর্নড বিফ, বিফ জার্কি এবং প্রাইম কাটসহ সব ধরনের মাংসই কিছুদিনের মধ্যে ইউরোপের বাজারে আর পাওয়া যাবে না৷ ইউরোপের বিভিন্ন দেশের একাধিক সুপারমার্কেট চেইন এসব পণ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছে৷ এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়, এসব চেইনের মধ্য়ে রয়েছে কারফুর বেলজিয়াম, ডেলহাইৎসে এবং আউখানের মতো বড় প্রতিষ্ঠান৷ এছাড়া নেদারল্যান্ডসের আলবার্ট হেইন, জার্মানির লিডল, এবং যুক্তরাজ্যের সেইন্সবারি’স এবং প্রিন্সেসও এই তালিকায় রয়েছে। যে পণ্যগুলি প্রত্যাহার করা হচ্ছে তার মধ্যে রয়েছে কর্নড বিফ, বিফ জার্কি এবং ফ্রেশ প্রাইম কাট৷ এসব পণ্য ব্রাজিলের আমাজন এবং প্যান্টানাল গ্রীষ্মমন্ডলীয় জলাভূমিতে পালন করা গবাদি পশু থেকে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
মার্কিন অ্যাক্টিভিস্ট গ্রুপ মাইটি আর্থ এবং ব্রাজিলের বেসরকারি সংস্থা রিপোর্টার ব্রাজিল যৌথভাবে বন উজাড় করার সঙ্গে ব্রাজিলের মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান জেবিএস, মারফ্রিগ এবং মিনার্ভার সাও পাওলো উৎপাদন কারখানার সম্পর্ক থাকা বিষয়ে তথ্য উদঘাটন করে৷ এরপরেই ইউরোপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এমন ঘোষণা এলো৷