এক এক করে শেষ হয়েছে ইউরোপের সব বড় বড় ফুটবল লীগ।নতুন মৌসুম শুরু হওয়ার আগে আছে মাস তিনেকের বিরতি।এরই মধ্যে ক্লাবগুলো সদ্য সমাপ্ত মৌসুমে নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে করছে চুলচেরা বিশ্লেষণ।সেরা সাফল্য নিশ্চিতে বিভিন্ন লীগের সেরা পারফর্মারদের দলে ভেড়াতে আগ্রহী অনেকে।
ইংলিশ প্রিমিয়ার লীগের তৃতীয় স্থানে চ্যাম্পিয়নস লীগ নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ দেখিয়েছে পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কস্তায়।রক্ষণভাগ শক্তশালী করতে মনোযোগী ইউনাইডে কস্তাকে পেতে প্রয়োজনীয় ৬৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ খরচ করতে রাজি।কস্তা এখন খেলছেন পর্তুগীজ ক্লাব পোর্তোর হয়ে।
২০২২-২৩ মৌসুমে গোলপোস্টের সামনে অসাধারণ সময় কেটেছে ২৩ বছর বয়সী কস্তার । পর্তুগালের প্রথম পছন্দের এই গোলরক্ষক বেনফিকার কাছে অল্পের জন্য শিরোপা হারানো পোর্তোর হয়ে ২০ ম্যাচে রেখেছেন ক্লিনশিট।
শেষ পর্যন্ত কস্তা ইংল্যান্ডে পাড়ি জমালে ইউনাইটেডে ডেভি ডি গিয়ার ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।তবে ক্লাবটির কোচ এরিক টেন হেগ বিষয়টি পরিষ্কার করেছেন।বিট্রিশ গণমাধ্যম টাইমসকে তিনি জানান,আগামী মৌসুমে ইউনাইটেডেই থাকছেন গিয়া।তবে গোলরক্ষক হিসেবে সব সময় প্রথম পছন্দ হিসেবে নাও বিবেচিত হতে পারেন।