ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী কোনো ভিডিওকে দর্শকরা ‘ডিসলাইক’ বা ‘পছন্দ’ করতে পারবেন ঠিকই, কিন্তু কতজন ডিসলাইক করলেন তা শুধু জানতে পারবেন ওই ভিডিওর নির্মাতা। এ জন্য নির্মাতার যেতে হবে ‘ইউটিউব স্টুডিও’ বিভাগে। ওখানে গিয়ে নিজের ভিডিওর বিষয়ে খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন। তাতে থাকবে ডিসলাইক তথ্যও। নতুন নিয়মের মূল উদ্দেশ্য, ট্রোল-বাহিনীর হাত থেকে ভিডিও কনটেন্ট নির্মাতাদের বাঁচানো।
অপছন্দের বিষয়বস্তুকে একযোগে ডিসলাইক দিতে দেশে দেশে বাড়ছে ট্রোল। ইউটিউবের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বাধীন বিষয়বস্তুর নির্মাতারা। এ কারণেই নিয়মে বদল। ইন্টারনেটের গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করেন—এমন ব্যক্তিদের একটি অংশের দাবি, ইদানীং কোনো বিষয়ে আপত্তি জানানোর অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত হচ্ছে ইউটিউবের ডিসলাইক বাটন। সংগঠিতভাবে ধারাবাহিক ডিসলাইক দেওয়ার প্রবণতা রুখতেই নতুন পদক্ষেপ।
সূত্র : বিবিসি