ইউটিউবে এখন থেকে একই ভিডিও নানান ভাষায় ডাব করা যাবে। ফলে বিশ্বব্যাপী দর্শকরা আরো বেশি ইউটিউব কনটেন্ট উপভোগ করতে পারবেন। বর্তমানে জনপ্রিয় ডাবিং ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে স্প্যানিশ, পর্তুগিজ ও হিন্দি। এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি ভিডিও মোট ৪০টি ভাষায় আপলোড করা হয়েছে।
ইউটিউবে বহুভাষিক অডিও ট্র্যাক চালুর প্রযুক্তি আগে থেকেই ছিল। তবে এই অপশন ভালোভাবে কাজে লাগাতে হলে কনটেন্ট নির্মাতাদের থার্ড পার্টি ডাবিংকারীদের সঙ্গে যুক্ত হতে হবে। ডাবিংটি একবার আপলোড করা হয়ে গেলে দর্শকরা একই মেন্যু থেকে পছন্দের ভাষায় ডাবিং বেছে নিতে পারবেন, অনেকটা সাবটাইটেল বা অডিও বাছাই করার মতো করে। তবে কোন কোন ভাষায় ভিডিওটি দেখা যাবে, তা নির্ভর করবে নির্মাতাদের ওপর। বহুভাষিক ডাবিংয়ের জন্য উপযুক্ত কনটেন্ট নির্মাতাদের ইউটিউব কর্তৃপক্ষ থেকে জানানো হবে এবং এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণও করা হবে। এই প্রগ্রামে অংশ নেওয়ার পর তারা ক্রিয়েটর স্টুডিওতে নতুন ফিচারটি নিয়ে কাজ করতে পারবেন। শুধু নতুন ভিডিও নয়, পুরনো ভিডিওতেও তারা একাধিক ভাষার ডাবিংয়ের সুযোগ কাজে লাগাতে পারবেন। এ জন্য তাদের প্রয়োজন পড়বে সাবটাইটেল এডিটর টুল।
তথ্যসূত্র : টেকক্রাঞ্চ ডটকম