Wednesday, March 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে বেলারুশ, সরাসরি সঙ্ঘাত!

ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে বেলারুশ, সরাসরি সঙ্ঘাত!

কিয়েভ-মস্কো সঙ্ঘাতের আবহে ইউক্রেনের বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামতে পারে বেলারুশ! এমন জল্পনার কথাই জানা গেছে একটি সূত্র অনুযায়ী। ইউক্রেনে সরাসরি আঘাত হানার উদ্দেশে বেলারুশের তরফে ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে বলেও সূত্রটির দাবি।

প্রসঙ্গত, ইউক্রেনের উপর ক্রেমলিনের আগ্রাসনের শুরু থেকেই রাশিয়াকে সমর্থন জানিয়েছে বেলারুশ। এ কারণেই বেলারুশ বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানোয় সরাসরি সঙ্ঘাতের জল্পনা আরো বেড়েছে।

তবে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সঙ্ঘাতে নামার কথা কার্যত অস্বীকারই করেছে বেলারুশ সরকার। বেলারুশের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ জানিয়েছেন, দু’দেশের সঙ্ঘাতের মাঝখানে আমেরিকা এবং ন্যাটো দেশগুলো ইউক্রেনের সীমান্তে তাদের সামরিক বাহিনীর সংখ্যা বাড়িয়ে চলেছে। তাতে লাগাম টানতেই বেলারুশ সরকার ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করছে। ওই পদক্ষেপ অনেকটাই সাবধানী হওয়ার জন্য। সরাসরি আক্রমণ বা সঙ্ঘাতের উদ্দেশে নয়।

মঙ্গলবার এক বিবৃতিতে বেলারুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইউক্রেন সীমান্তের দক্ষিণ দিকে থাকা বেলারুশ প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতেও ওই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

বেলারুশ সরকারের আরো দাবি, ইউক্রেন সরকার বেলারুশ সীমান্তের কাছে ২০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করেছে। তার প্রতিক্রিয়া জানাতেই পাল্টা সেনা পাঠাচ্ছে বেলারুশ। ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সঙ্ঘাতে নামার কোনো ইচ্ছা তাদের নেই। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিনও একই মন্তব্য করেছেন।
সূত্র : আনন্দবাজার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments