Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেন সংকট : ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলারে পৌঁছল

ইউক্রেন সংকট : ব্যারেলপ্রতি তেলের দাম ১০০ ডলারে পৌঁছল

ইউক্রেনের ডনবাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযান শুরুর পর ব্যারেলপ্রতি তেলের দাম পৌঁছল ১০০ ডলারে। ২০১৪ সালের পর এই মূল্য সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে থেকেই ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে ফেলে রাশিয়া।

এরপর ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। এবার ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। কিন্তু তাঁর এ নির্দেশ দেওয়ার আগে থেকে তেলের দাম বাড়তে শুরু করে।

সৌদি আরবের পর রাশিয়া দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকও তারাই।

ইউক্রেনে পুতিনের এই আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নানা রকম নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্ররা। রাশিয়ার ১২০০ কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম টু পরিচালনা করতে যে লাইসেন্স প্রয়োজন তা আটকে দিয়েছে জার্মানি।
সূত্র : বিবিসি, ফিন্যানশিয়াল টাইমস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments