Monday, March 27, 2023
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেন থেকে ৫৪ লাখের বেশি শরণার্থী রাশিয়ায় গিয়েছে

ইউক্রেন থেকে ৫৪ লাখের বেশি শরণার্থী রাশিয়ায় গিয়েছে

ইউক্রেন এবং ডনবাস থেকে রাশিয়ায় আসা শরণার্থীর সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়ে গেছে, আইন প্রয়োগকারী সংস্থা সোমবার তাসকে জানিয়েছে।

‘সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ লাখ ৪৪ হাজার শিশুসহ ৫৪ লাখেরও বেশি মানুষ রাশিয়ায় এসেছেন,’ আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলেছে৷

৩৯ হাজারেরও বেশি মানুষ ৬৪টি রাশিয়ান অঞ্চলে অস্থায়ী আবাসন কেন্দ্রে অবস্থান করছে এবং এ সংখ্যা হ্রাস পাচ্ছে। অস্থায়ী আবাসন কেন্দ্রে শরণার্থীদের চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও, তারা রাশিয়ান সরকারের সিদ্ধান্ত অনুসারে এককালীন আর্থিক সহায়তা (ব্যক্তি প্রতি ১০ হাজার রুবল বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা) পায়। সব মিলিয়ে প্রায় ১ হাজার ২৩০ কোটি রুবল (১৬ কোটি ২৭ লাখ ডলার) পরিশোধ করা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলি জানিয়েছে। সূত্র: তাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments