ইউক্রেন এবং ডনবাস থেকে রাশিয়ায় আসা শরণার্থীর সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়ে গেছে, আইন প্রয়োগকারী সংস্থা সোমবার তাসকে জানিয়েছে।
‘সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ লাখ ৪৪ হাজার শিশুসহ ৫৪ লাখেরও বেশি মানুষ রাশিয়ায় এসেছেন,’ আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলেছে৷
৩৯ হাজারেরও বেশি মানুষ ৬৪টি রাশিয়ান অঞ্চলে অস্থায়ী আবাসন কেন্দ্রে অবস্থান করছে এবং এ সংখ্যা হ্রাস পাচ্ছে। অস্থায়ী আবাসন কেন্দ্রে শরণার্থীদের চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও, তারা রাশিয়ান সরকারের সিদ্ধান্ত অনুসারে এককালীন আর্থিক সহায়তা (ব্যক্তি প্রতি ১০ হাজার রুবল বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা) পায়। সব মিলিয়ে প্রায় ১ হাজার ২৩০ কোটি রুবল (১৬ কোটি ২৭ লাখ ডলার) পরিশোধ করা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলি জানিয়েছে। সূত্র: তাস।