Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেন চলতি বছরই যুদ্ধ শেষ করতে চায়: কিয়েভ

ইউক্রেন চলতি বছরই যুদ্ধ শেষ করতে চায়: কিয়েভ

কিয়েভ ও তার অংশীদারদের লক্ষ্য এ বছরই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটানো। স্থানীয় সময় শুক্রবার এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক। খবর ইন্টারফ্যাক্স-ইউক্রেনের। 

ইউক্রেনের এই গণমাধ্যমটিতে বলা হয়েছে, ইউরি সাক বলেন- সংঘাতের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে প্রায় ২ লাখ সেনা ছিল কিন্তু এখন দেশটিতে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ সেনা রয়েছে। যা দিয়ে এ বছরই মস্কোকে পরাস্ত করা সম্ভব। 

ইউক্রেন-ফ্রান্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় সাক বলেন, আমাদের লক্ষ্য থাকবে এই বছর ইউক্রেন ভূখণ্ডে এই যুদ্ধের পরিসমাপ্তি নিশ্চিত করা। 

তিনি ইউক্রেনের অংশীদারদের বিশ্বাস করার আহ্বান জানান যে, ইউক্রেন এ বছর শত্রুকে পরাস্ত করতে সক্ষম এবং এমন অবস্থানে রয়েছে তারা। 

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে গত বছর ২৪ ফেব্রুয়ারি। এখনো থামার কোনো ইঙ্গিত নেই। এদিকে বাখমুত দখলের জন্য তীব্র লড়াই করছে মস্কোবাহিনী। আর তা রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments