ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার কাছ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ আয়োজনের স্বত্ব কেড়ে নেওয়া হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শুক্রবার জরুরি বৈঠকে বসে। আর এই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যাচটি ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা ছিল। এখন এটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
এই মাঠে ২০১৮ বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। স্টেডিয়ামটি তৈরি করেছিল রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রোম। যারা আবার উয়েফার অন্যতম বড় স্পন্সরকারী প্রতিষ্ঠান।
ফ্রান্স সর্বশেষ ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করে। এখন ১৬ বছর পর হঠাৎ করেই ক্লাব ফুটবলের সবচেয়ে সব বড় ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেল তারা।
এদিকে উয়েফা রাশিয়ায় অনুষ্ঠিত যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ কেড়ে নেওয়ার পাশাপাশি দেশটিতে সবধরনের ক্লাব ম্যাচও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাশিয়ায় উয়েফার কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। তাছাড়া ইউক্রেনেও আপাতত কোনো ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
মার্চ মাসে ২০২২ কাতার বিশ্বকাপের প্লে-অফের ম্যাচ আয়োজন করার কথা রয়েছে রাশিয়ার।
রাশিয়াকে যেন বিশ্বকাপের প্লে-অফের ম্যাচ আয়োজন করতে না দেওয়া হয় সেজন্য পোল্যান্ড, চেক রিপাবলিক ও সুইডেনের ফুটবল সংস্থা ফিফার কাছে চিঠি দিয়েছে।