Wednesday, March 22, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত

ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালনের সময় রুশ হামলায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একজন সাংবাদিক নিহত হয়েছেন। ওই অঞ্চলের পুলিশ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।

পুরস্কারজয়ী ওই সাংবাদিকের নাম ব্রেন্ট রেনাড। ইরপিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে রুশ বাহিনী গুলিবর্ষণ করলে এতে গুলিবিদ্ধ হন এই সাংবাদিক। ওই গাড়িতে থাকা আরও একজন সাংবাদিক আহত হয়েছেন।
ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের দাবি ইরপিনে রুশ বাহিনীর গুলিতে ব্রেন্ট রেনাড নিহত হন। ব্রেন্ট ভিডিও সাংবাদিকতার পাশাপাশি ডকুমেন্টারি চলচ্চিত্র তৈরিতেও কাজ করতেন। ব্রেন্ট ইরাক, আফগানিস্তান, হাইতি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সাংবাদিকতা করেছেন। তার সঙ্গে থাকা নিউইয়র্ক টাইমসের একটি পরিচয়পত্রও প্রকাশ করেছেন ইউক্রেনের পুলিশ কর্মকর্তা।
নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র বলেছেন, ব্রেন্টের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে দুঃখভারাক্রান্ত। ব্রেন্ট একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি কয়েক বছর ধরে নিউইয়র্ক টাইমস-এ অবদান রেখেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments