ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে পশ্চিমাদের অবহেলার সমালোচনা করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিজানিস কারিনস। খবর দ্য গার্ডিয়ানের।
জার্মানির একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে কারিনস বলেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো কেবল সময়ের ব্যাপার; যদি আমাদের থাকতো তবে পাঠিয়ে দিতাম।
তিনি আরও বলেন, যেহেতু ইউক্রেনের যুদ্ধবিমান দরকার, তাই এ ব্যাপারে কালক্ষেপণ করা উচিত নয়।
কারিনস বলেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে পশ্চিমারা কেন অবহেলা করছে ব্যাপারটি আমার বোধগম্য নয়।
প্রসঙ্গত, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটিতে রুশ হামলার এক বছর পূর্ণ হলো কয়েকদিন আগে। এখনও থামার কোনো ইঙ্গিত নেই।
এদিকে ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ অনেক দেশ। দ্রুত এসব ট্যাংক ইউক্রেনে পাঠানো হবে।
ইউক্রেনের বাখমুতে চলছে তীব্র যুদ্ধ। রাশিয়ার মোকাবিলায় লড়তে পশ্চিমাদের কাছে অনবরত যুদ্ধবিমান চাইছে জেলেনস্কি। তবে দেশটিতে যুদ্ধবিমান পাঠাতে চাইছে না দেশগুলো।