Wednesday, March 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনে ‘মানবিক বিপর্যয় কম হওয়ায়’ রাশিয়ার প্রশংসা করলো চীন

ইউক্রেনে ‘মানবিক বিপর্যয় কম হওয়ায়’ রাশিয়ার প্রশংসা করলো চীন

ইউক্রেনে মানবিক বিপর্যয়ের জন্য রাশিয়াকে একতরফাভাবে দায়ি করে চলেছে পশ্চিমা দুনিয়া। সেখানে উল্টো ‘মানবিক বিপর্যয় কম হওয়ায়’ রাশিয়ার প্রশংসা করেছে চীন। রাশিয়ার পদক্ষেপের কারণেই ইউক্রেনে বড় মাত্রায় মানবিক সংকট ঠেকানো গেছে বলে এক বক্তব্যে দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, পূর্ব ইউরোপে যুদ্ধের মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে নিউজ উইক।

খবরে জানানো হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার চীনা সমকক্ষের সঙ্গে বৈঠক করেছেন। চীনের আনহুই প্রদেশে বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর এটিই ল্যাভরভের প্রথম চীন সফর। বৈঠকে ওয়াং জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনা সফল করতে কাজ করে যাবে চীন।রাশিয়াসহ অন্য যেসব পক্ষ ইউক্রেনে মানবিক সংকট ঠেকাতে কাজ করে যাচ্ছে তাদের সবাইকেই সমর্থন দেবে বেইজিং।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই চীনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের যে কোনো সময়ের থেকে ভাল। আর এটিই চীনের প্রতি অবিশ্বাস সৃষ্টি করেছে পশ্চিমা দুনিয়ায়। সমগ্র বিশ্ব যখন রাশিয়ার বিরুদ্ধে অবরোধ, নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে, হামলার নিন্দা জানাচ্ছে, চীন তখন নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে। বরঞ্চ অভিযোগ উঠেছে, চীন রাশিয়াকে অর্থনৈতিক ও সামরিকভাবে সাহায্য করতে প্রস্তুত। যদিও চীন ওই দাবি অস্বীকার করেছে।

ল্যাভরভকে ওয়াং বলেন, ইউক্রেন সংকট থেকে আমাদের শিখতে হবে। তিনি সমগ্র ইউরোপের স্থিতিশীলতার জন্য একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকশই মেকানিজম তৈরির ওপরে জোর দেন। ল্যাভরভ ওয়াংকে জানিয়েছেন, রাশিয়া ওই অঞ্চলে উত্তেজনা কমাতে কাজ করছে এবং ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। ইউক্রেনের ভবিষ্যত নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও রাশিয়া যোগাযোগ রাখবে বলে আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments