ইউক্রেনে ফ্রান্সের সাংবাদিক লেক্লার্ক-ইমহফের নিহত হওয়ার কথা স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে লেক্লার্ক-ইমহফের নিহতের বিষয়টি জানিয়ে ম্যাক্রোঁ বলেন, সাংবাদিক ফ্রেডেরিক লেক্লার্ক-ইমহফ যুদ্ধের সত্যিকারের পরিস্থিতি তুলে ধরার জন্য ইউক্রেনে ছিলেন। রুশ বোমা হামলা থেকে বাঁচতে পালাতে বাধ্য হওয়া বেসামরিকদের সঙ্গে একটি বাসে গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
লেক্লার্ক-ইমহফের নিয়োগকর্তা ফরাসি টিভি চ্যানেল বিএফএম-টিভিও তাদের ওই সংবাদকর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা, দ্রুত তার মৃত্যুর ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন।