ইউরোপীয় স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস সরবরাহকারী কম্পানি ভিয়াস্যাটের আংশিক সেবা হ্যাক করেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনীয় সেনাদের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে ২৪ ফেব্রুয়ারি স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড নেটওয়ার্ক কেএ-এসএটিতে সাইবার হামলা চালায় তারা।
ইউক্রেন এখনো এই হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, স্যাটেলাইট কমিউনিকেশন বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনের সেনাবাহিনী, সরকার ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিষয়টি তদন্ত করে দেখছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কিছু প্রকাশ করেনি। তবে তাদের বিশ্বাস, এই সাইবার হামলার পেছনে রাশিয়াই দায়ী। এই হামলায় যুক্তরাজ্য বাদে ইউরোপের বেশ কয়েকটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ভিয়াস্যাট ইউরোপের অনেক দেশেই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে। সূত্র : বিবিসি