Saturday, April 1, 2023
spot_img
Homeবিনোদনইউক্রেনের শরণার্থীদের জন্য অনুদানের আহ্বান তারকা দম্পতির

ইউক্রেনের শরণার্থীদের জন্য অনুদানের আহ্বান তারকা দম্পতির

হলিউড তারকা দম্পতি রায়ান রেনল্ডলস ও ব্লেক লাইভলি বরাবরই দিলদরিয়া। গেল দুই বছর কভিড মহামারিতে ক্ষতিগ্রস্ত শিশুদের কয়েকবার অনুদান দিয়েছেন তাঁরা।

সবশেষ ‘রেড নোটিস’-এ দুর্দান্ত পারফর্ম করেন রায়ান রেনল্ডস

এবার উদ্যোগ নিয়েছেন রাশিয়ার আগ্রাসনে শরণার্থী হওয়া ইউক্রেনীয়দের জন্য অর্থ সংগ্রহের। ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হওয়া ইউক্রেনীয়দের জন্য নিজেরাও ১০ লাখ মার্কিন ডলার বা ৮ কোটি ৬০ লাখ বাংলাদেশি টাকার সম পরিমাণ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রেনল্ডস-লাইভলি।

২০১২ সালে রেনল্ডস ও লাইভলি বিয়ে করেন

অনুদান চেয়ে টুইটারে রেনল্ডস লিখেছেন, ‘গেল ৪৮ ঘণ্টায় অসংখ্য ইউক্রেনীয় বাড়ি ছেড়ে পাশের দেশগুলোতে পালাতে বাধ্য হয়েছে। তাদের সুরক্ষা প্রয়োজন। আপনি যখন অনুদান দেবেন আমরা এটা এক মিলিয়ন পর্যন্ত বাড়িয়ে দেব। সহায়তা দ্বিগুণ হবে। ’

পোস্টে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের অনুদানের লিংকও শেয়ার করেন তিনি।

‌’গসিপ গার্ল’ দিয়ে ব্যাপক পরিচিত পান ব্লেক লাইভলি

তাঁর স্ত্রী লাইভলিও একই বক্তব্য দিয়ে টুইট করেন। দুই তারকার উদ্যোগকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন তাদের ভক্তরা।

২০১২ সালে রেনল্ডস ও লাইভলি বিয়ে করেন।

সূত্র : সিএনএন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments