ইউক্রেনের সরকারি কর্মকর্তা ও আমলাদের ফোন হ্যাক করতে ম্যালওয়্যার ব্যবহার করছে রুশ হ্যাকাররা।
সোমবার ইউক্রেনের স্টেট স্পেশাল কমিউনিকেশন সার্ভিসের উপপ্রধান ভিক্টর জোরা অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, নজরদারি চালানোর জন্য ‘জিরো ক্লিক’ ম্যালওয়্যার দিয়ে ফোন হ্যাক করার চেষ্টা চালানো হচ্ছে। ম্যালওয়্যার দিয়ে অসংখ্য ফোন হ্যাক করার প্রচেষ্টা লক্ষ করা গেছে।
তবে সেসব প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি, এখন পর্যন্ত কোনো ইউক্রেনিয়ান ডিভাইস হ্যাক হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
তিনি ও তাঁর সহকর্মীদের কোনো ডিভাইস হ্যাক করার চেষ্টা চালানো হয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি জোরা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ১০০তম দিনে গড়ায়। এরই জের ধরে সংবাদমাধ্যমে কথা বলেন ভিক্টর জোরা। সূত্র : রয়টার্স