Thursday, June 8, 2023
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনকে সমর্থনে ঐক্যবদ্ধ ন্যাটো

ইউক্রেনকে সমর্থনে ঐক্যবদ্ধ ন্যাটো

ইউক্রেনকে সমর্থনে ইউরোপিয়ান ইউনিয়ন ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ। রাশিয়ায় হামলার পর থেকে প্রথমবার বৈঠক করেন স্টোলটেনবার্গ। তিনি বলেন, কিয়েভকে ব্যাপক পরিমাণে সামরিক সমর্থন দিয়েছেন পশ্চিমা নেতারা। তারা অব্যাহতভাবে তাদেরকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্টোলটেনবার্গ বলেন, কা-জ্ঞানহীন এই যুদ্ধের নিন্দা জানায় বিশ্ব। রাশিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিত নিষেধাজ্ঞা আরো করে যাচ্ছে ন্যাটো মিত্র এবং অংশীদাররা। ইউক্রেনের প্রতি সমর্থনের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, অনেক বছর ধরে আমরা ইউক্রেনের হাজার হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছি।আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখার জন্য তাদেরকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ দিয়েছি। রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের সাহসী মানুষ, সরকার এবং সেনাবাহিনীকে উল্লেখযোগ্য সমর্থন দিতে এগিয়ে এসেছেন মিত্ররা। তারা সামরিক, মানবিক এবং আর্থিক সহায়তা দিয়েছেন। আশ্রয় দিয়েছেন লাখ লাখ শরণার্থীকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments