Saturday, April 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনকে আরো সামরিক সহায়তা দিচ্ছে ইইউ

ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের জন্য তারা আরো সামরিক সহায়তা তহবিল দিতে প্রস্তুত। জোসেপ বোরেল আজ শুক্রবার সকালে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ফ্রান্সের ভার্সাইয়ে পৌঁছে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

ইইউ জোট ইতিমধ্যে ইউক্রেনের জন্য ইউরোপীয় শান্তি সুবিধার মাধ্যমে ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা অনুমোদন করেছে। এর সবটা না হলেও বেশিরভাগ অর্থ ইচ্ছুক সদস্য রাষ্ট্রের মাধ্যমে ইউক্রেনকে কথিত ‘প্রাণঘাতী অস্ত্র সহায়তা’ হিসেবে দেওয়ার কথা।

এবারই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন আক্রমণের মুখে থাকা কোনো দেশকে অস্ত্র সরবরাহ করছে। একে জোটের ইতিহাসে এক নতুন পর্বের সূচনা করা ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

জোসেপ বোরেল বলেছেন, তিনি ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে যুদ্ধাস্ত্রের জন্য আরো ৫০ কোটি ইউরো দিয়ে সহায়তা দ্বিগুণ করার’ প্রস্তাব করেছেন।

তিনি আরো বলেছেন, ‘আমি নিশ্চিত যে, নেতারা এই অর্থ অনুমোদন করবেন… এবং এটি অবিলম্বে হতে চলেছে’।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments