Wednesday, June 12, 2024
spot_img
Homeআন্তর্জাতিকআস্ত ব্রেসলেট গিলে ফেলল শিশু, অতঃপর…

আস্ত ব্রেসলেট গিলে ফেলল শিশু, অতঃপর…

শিশুরা প্রায়ই না বুঝে এটা-সেটা মুখে দেয়। অনেক সময় এসব জিনিস গিলে অনেক শিশুর প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটে। ঠিক তেমনি ছয় বছর বয়সী এক শিশু গিলে ফেলেছিল আস্ত একটি ব্রেসলেট। 

তবে সৌভাগ্যের বিষয় শিশুটির পেট থেকে আস্ত ওই ব্রেসলেটটি অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকরা। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের জেদ্দার বাসিন্দা শিশুটি তীব্র পেট ব্যথা নিয়ে কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি হয়। 

চিকিৎসকরা এক্স-রে করে শিশুটির পেটে অদ্ভূত এক বস্তু দেখতে পান। পরে চিকিৎসকরা সেই বস্তুটিকে ব্রেসলেট হিসেবে শনাক্ত করতে সক্ষম হন। ছয় বছর বয়সী এক শিশু গিলে ফেলেছিল আস্ত একটি ব্রেসলেট

শিশু সার্জন ওমর মনসুরের নেতৃত্বে একদল চিকিৎসক দুই ঘণ্টা অস্ত্রপচারের পর শিশুটির পেট থেকে অক্ষত অবস্থায় ব্রেসলেটটি অপসারণ করতে সক্ষম হন। 

শিশুটি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments