মিসরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে স্নাতক স্তরে পড়তে যাচ্ছেন রাজধানীর একটি কওমি মাদরাসার ১০ শিক্ষার্থী। তাঁরা ঢাকার উত্তরায় অবস্থিত দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি পর এবারই প্রথম প্রতিষ্ঠানটি থেকে এত বেশিসংখ্যক শিক্ষার্থী বৃত্তি নিয়ে সেখানে যাচ্ছেন।
গত ১১ মার্চ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মিসরীয় দূতাবাসের উপ হাইকমিশনার আইমান কামাল হাম্মাদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী ও এসএসটিএস বাংলাদেশের মহাপরিচালক ড. সাঈদ সাবরিসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আইমান কামাল হাম্মাদ বলেন, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনে মিসরে পাড়ি জমিয়েছেন। আল-আজহার ছাড়াও মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁরা পড়াশোনা করছেন। দারুল আরকাম থেকেও এবার শিক্ষার্থীরা আল-আজহারের উদ্দেশে যাচ্ছেন। আমার পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন।
মাদরাসাটির প্রতিষ্ঠাতা শায়খ সানাউল্লাহ আজহারি বলেন, ‘কওমি মাদরাসার অনেক শিক্ষার্থী মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চায়। তবে বহির্বিশ্বে কওমি মাদরাসার সনদ সরকার স্বীকৃত না হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়। তাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দারুল আরকাম মাদরাসার সঙ্গে সমঝোতা হয়। এবার এই প্রতিষ্ঠান থেকে ১০ শিক্ষার্থী মিসরের উদ্দেশে পাড়ি জমাবে।’
উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উত্তরার দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার মুআদালা বা সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে এই মাদরাসায় উচ্চ মাধ্যমিক স্তর শেষ করে শিক্ষার্থীরা আল-আজহারে পড়ার সুযোগ পাবে।