ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস অব ওয়েলস এবং ডাচেস ক্যামেলিয়া অব কর্নওয়াল মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার মসজিদ পরিদর্শন করেন। গত ২৫ নভেম্বর তাঁরা হাজার বছরের প্রাচীন এই মসজিদটি পরিদর্শন করেন এবং প্রধান ইমাম আহমেদ আল-তাইয়িবের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা বিভিন্ন ধর্মের শিক্ষার মধ্যে সম্প্রীতি এবং পরিবেশ রক্ষায় ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রিন্স চার্লস বলেন, ‘আল-আজহারের প্রধান ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তাঁরা তাঁকে কোরআনের এমন কিছু আয়াতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে পৃথিবীকে রক্ষা করার নির্দেশনা আছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের এমন জ্ঞান খুঁজে বের করা প্রয়োজন এবং প্রকৃতির সীমার মধ্যে থেকে পবিত্র জীবনযাপনের অনুভূতি পুনরায় জাগ্রত করা আবশ্যক। আমাদের এমন চিন্তা উপেক্ষা করা উচিত নয়। পরিবেশ উন্নয়নে ব্রিটেন মিসরের সঙ্গে কাজ করে যাবে।’ এটি প্রিন্স চার্লসের দ্বিতীয় মসজিদ পরিদর্শন এবং করোনা মহামারি শুরু হওয়ার পর ব্রিটিশ রাজপরিবারের শীর্ষ কোনো সদস্যের প্রথম বিদেশ ভ্রমণ।
সূত্র : আরব নিউজ ও রয়টার্স