Saturday, December 9, 2023
spot_img
Homeআন্তর্জাতিকআল-আকসায় থাই সুন্দরীর প্রবেশে জেরুজালেমে উত্তেজনা

আল-আকসায় থাই সুন্দরীর প্রবেশে জেরুজালেমে উত্তেজনা

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭২তম আসর বসতে যাচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইলে। দেশটির এইলাত শহরে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। খবর আরব নিউজের।

এবারের আসরে থাইল্যান্ড থেকে অংশ নিচ্ছেন এনচলি স্কট কেম্মিস। কিন্তু ইসরাইল সফরে এসে তিনি গোপনে মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসায় ঘুরতে যান।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেখানে ফিলিস্তিনিরা এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরাইলের এ সুন্দরী প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন।
 
গত রোববার ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনাদের কঠোর পাহারায় আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করেন থাই সুন্দরী এনচলি স্কট কেম্মিস।

এ ঘটনায় ক্ষুদ্ধ ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শেম অন হার, #ফ্রি প্যালেসটাইন’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments