Wednesday, March 22, 2023
spot_img
Homeজাতীয়আ’লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না : ফখরুল

আ’লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না : ফখরুল

দেশে আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে আয়োজিত কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই ভোট ডাকাতির সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করা হবে। তারপরে সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে তাদের অধীনে সবার অংশগ্রহণে একটি নির্বাচন হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক এস এস মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, নির্বাহী সদস্য আব্দুল ওহাব, নির্বাহী সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, ঝিনাইদহ জেলা বিএনপি নেতা আব্দুল মালেক, আক্তারুজ্জামান, সদর উপজেলা সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, মহেশপুর, পৌর সভাপতি আমিরুল ইসলাম চন্নু প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments