ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন আলিয়া ভাট। বলিউড অভিনেত্রীর গোপন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে ভারতের একটি অনলাইন পোর্টাল, তাই রেগে আগুন কাপুর পরিবারের বউমা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আলিয়া তাঁর নিজ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। হুট করে তাঁর চোখ চলে যায় পাশের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে, যেখানে তিনি দেখতে পান ছবি তোলার জন্য তাঁর দিকে দুটি ক্যামেরা তাক করা আছে। আলিয়া কিছু বুঝে ওঠার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়ে যায়, তখনই তিনি খেপে গিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই নিউজ পোর্টালের উদ্দেশে লেখেন, ‘এভাবে আমার সঙ্গে আপনারা মজা করতে পারেন না। নিজ বাড়ির বারান্দায় আপনাদের জন্য কি বসেও থাকতে পারব না? এ আচরণের মানে কী! এ ধরনের কাজের অনুমতি কেউ কি কখনো দেয়? এটা একজনের গোপনীয়তা হনন করা ছাড়া আর কিছুই নয়। আপনাদের আর আমাদের মধ্যে একটা সীমারেখা ছিল, যা আপনারা আজ অতিক্রম করে ফেলেছেন।’
পোস্টটি আলিয়া মুম্বাই পুলিশকে ট্যাগ দিয়ে তাদের সহযোগিতা কামনা করেন। আলিয়ার সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আনুশকা শর্মা, করণ জোহর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুরসহ আরো অনেক বলিউড তারকা। আনুশকা শর্মার সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। আনুশকা তা উল্লেখ করে লেখেন, ‘এ ধরনের ঘটনা এরা প্রথমবার ঘটায়নি। দুই বছর আগে এরা আমাদের ছবি চুপি চুপি নিয়েছিল। আর আমরা তা নিজের চোখে দেখেছি। এরপর আমরা এদের একহাত নিয়েছিলাম। মানুষের গোপনীয়তা আর ব্যক্তিগত সময়কে এরা সম্মান করতে জানে না। এটা সত্যিই লজ্জাজনক ঘটনা।’
অভিনেত্রী জাহ্নবী কাপুর লেখেন, ‘অত্যন্ত নিন্দনীয় এবং বাজে আচরণ। আমিও এদের একাধিকবার নিষেধ করেছি, কিন্তু এরা অনুমতি না নিয়েই আমার ছবি তুলতে থাকে। বিনা অনুমতিতে আপনারা যদি এভাবে আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েন, তা কখনোই ঠিক নয়।’