দেশি বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আবারও নিয়ন্ত্রণের খড়্গ চালাল চীনা সরকার। আলিবাবা, টেনসেন্ট, বাইডুসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে বিশ্বাসভঙ্গের আইন লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে। চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব মার্কেট রেগুলেশন (এসএএমআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ২০১২ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ৪৩টি পৃথক আইনভঙ্গকে তালিকাভুক্ত করেছে সরকারি প্রতিষ্ঠানটি। প্রতিটি জরিমানার অর্থমূল্য ধরা হয়েছে পাঁচ লাখ ইউয়ান বা ৭৮ হাজার মার্কিন ডলার।
চলতি বছরের শুরুর দিকেও এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল। সে তুলনায় এবারের জরিমানার পরিমাণ অবশ্য বেশ কম। তখন শুধু আলিবাবাকে এক হাজার ৮২০ কোটি ইউয়ান বা ২৮০ কোটি মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ জরিমানা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বিশ্বাসভঙ্গের নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ করেছিল, অনলাইন শপিং জায়ান্টটি অন্যায়ভাবে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে।
চীনা সরকারের পক্ষ থেকে জরিমানার ঘোষণা আসার পর সোমবার হংকংয়ের শেয়ারবাজারে আলিবাবা, টেনসেন্ট, বাইডুর শেয়ার
কিছু কমে যায়। সূত্র: সিএনএন