Friday, April 12, 2024
spot_img
Homeখেলাধুলাআলহামদুলিল্লাহ, এটা তারই একটা স্বীকৃতি: সাকিব

আলহামদুলিল্লাহ, এটা তারই একটা স্বীকৃতি: সাকিব

এবার আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দেখা গেছে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে একাদশে ঠাঁই পাওয়া ১১ জনের মধ্যে ৩ জনই বাংলাদেশের।

তারা হলেন – সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহিম।  

এমন সুসংবাদে বর্ষসেরা একাদশে ঠাঁই পাওয়া বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশ দল যে ওয়ানডে সংস্করণে ভালো দল বিষয়টি তারই প্রমাণ। 

বিপিএলের অনুশীলনের ব্যস্ততার মাঝে সাংবাদিকদের কাছ থেকে সুখবরটি শুনেন সাকিব।  

উচ্ছ্বাস প্রকাশ করে সাকিব বলেন, আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো ব্যাপার। বেশ কয়েক বছর ধরেই আমরা ওয়ানডেতে খুব ভালো দল। আমার কাছে মনে হয়, দেশে এবং দেশের বাইরেও এখন আমরা ভালো দল। এটা তারই একটা স্বীকৃতি যে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।

বিস্ময়করভাবে এবার ভারত ও নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারও জায়গা পাননি বর্ষসেরা ওয়ানডে দলে। 

পাকিস্তান ও শ্রীলংকা দলের দুজন করে জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। 

টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া পাকিস্তানের কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান নেই এ তালিকায়।  

তবে দুর্দান্ত ফর্মে থেকে এই একাদশের নেতৃত্ব পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার সঙ্গে পাকিস্তান থেকে ঠাঁই পেয়েছেন ফখর জামান।

ওপেনিংয়ে রাখা হয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার জানেমান মালানকে।

বাংলাদেশের দুই তারকা ব্যাটার সাকিব ও মুশফিককে রাখা হয়েছে মিডল অর্ডারে।  কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মুশফিককে।

এদিকে পল স্টার্লিংয়ের দেশের আরেক তারকা সিমি সিং চমক দেখিয়ে ঢুকে পড়েছেন একাদশে।

শ্রীলংকার থেমে জায়গা পেয়েছেন দুজন— ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্ত চামিরা। 

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল (পুরুষ) 

বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সাকিব আল হাসান (বাংলাদেশ) ও মুশফিকুর রহিম (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলংকা), দুশমন্ত চামিরা (শ্রীলংকা), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), সিমি সিং (আয়ারল্যান্ড), রসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments