আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলা হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে তদন্তের দাবি জানিয়ে বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী শিরিন হত্যার ঘটনাটি তদন্ত শুরু করবে না বলে জানানোর কয়েক ঘণ্টা পর কংগ্রেসম্যান আঁদ্রে কারসন বলেছেন, এই মহান সাংবাদিক ও মার্কিন নাগরিক, যিনি দায়িত্ব পালনের সময় দুঃখজনকভাবে নিহত হয়েছেন; এই ক্ষতির জন্য শোক প্রকাশ করছি এবং আমরা হত্যাকাণ্ডের জবাব চাই।
তিনি আরো বলেছেন, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে- সেই উত্তরগুলো সঠিক, স্বচ্ছ এবং তা সময়মতো করা হবে।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করছে, এ ক্ষেত্রে ইসরায়েলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো তদন্ত করা হলে ইসরায়েলের সমাজের ভেতরে বিরোধিতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
দেশটির আরেকটি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টও একটি প্রতিবেদনে এ ধরনের তথ্য জানিয়ছে।
প্রসঙ্গত, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলের সেনারা। ওই সময় ঘটনাস্থলেই ছিলেন ৫১ বছর বয়সি শিরিন আবু আকলা। সংবাদ সংগ্রহের কাজ করার সময় মাথায় গুলি লেগে নিহত হন তিনি।
সূত্র: আলজাজিরা।