Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাআর্জেন্টিনা ম্যাচের ব্রাজিল দলে নেই নেইমার, ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এন্দরিক

আর্জেন্টিনা ম্যাচের ব্রাজিল দলে নেই নেইমার, ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এন্দরিক

বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মঞ্চস্থ হওয়ার হাতে গোনা কয়েকদিন বাকি। বিশ্বকাপ বাছাইয়ের মোড়কে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর্জেন্টিনা ম্যাচের আগে কলম্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এরইমধ্যে ম্যাচ দুটির জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ। চোটের কারণে স্কোয়াডে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এন্দরিক ফেলিপে। 

গত ১৮ই অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারে ব্রাজিল। সেই ম্যাচে বাঁ হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। চোট এখনো সারিয়ে উঠতে না পারায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারছেন না আল হিলাল তারকা।  

আগামী বছরই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা এন্দরিক ফিলিপে। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ১১ গোল করেছেন এই তরুণ তুর্কী।

ছন্দময় পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এন্দরিক। সম্ভাবনাময়  এই খেলোয়াড়কে নিয়ে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ বলেন, ‘তার মধ্যে অন্যতম সেরা প্রতিভা হওয়ার সম্ভাবনা আছে। জানি না সেটা শেষ পর্যন্ত হবে কি না। তবে এটা কোনো চাপ নয়। দলে ডাক পাওয়াটা তার জন্য পুরস্কার এবং ভবিষ্যতে কী হতে পারে সেটার রূপকল্প। বর্তমানে সে সেরা সময় কাটাচ্ছে, ব্রাজিলের বড় দলগুলোর বিপক্ষে খেলে নিজেকে আলাদা করে চেনাতে পেরেছে।’ 

এছাড়া ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছেন এফসি পোর্তোর পেপে এবং ব্রাইটনের জোয়াও পেদ্রো। টটেনহ্যাম হটস্পারের রিচার্লিসন এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের খেলা ম্যাথিউস কুনিয়া বাদ পড়েছেন। 

আগামী ১৭ই নভেম্বর ভোর ৬টায় কলম্বিয়ার আতিথ্য নেবে ব্রাজিল। ২২ই নভেম্বর ভোর সাড়ে ছয়টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই প্রতিপক্ষ নিয়ে ব্রাজিল কোচ দিনিজ বলেন, ‘এই ম্যাচগুলো কঠিন হতে চলেছে। আর্জেন্টিনা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাদের ইতিহাসের সেরা দল এটি। গ্রেট (লিওনেল মেসি) ফুটবলারও রয়েছে। আর গত এক দশকে বিশ্বমঞ্চে নিজেদের অস্তিত্বের জানান দেয়া দল কলম্বিয়া। 

ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: আলিসন বেকার (লিভারপুল), এডেরসন (ম্যান সিটি), লুকাস পেরি (বোটাফোগো)
ডিফেন্ডার: ব্রেমের (জুভেন্টাস), গ্যাব্রিয়েল মাগালহেস (আর্সেনাল), মার্কিনহোস (পিএসজি), নিনো (ফ্লামিনেজ), এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), কার্লোস অগাস্তো (ইন্টার মিলান), রেনান লোদি (অলিম্পিক মার্শেই)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লামিনেজ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল ইউনাইটেড), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোয়েলিংটন (নিউক্যিাসল ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)
ফরোয়ার্ড: এন্দরিক ফেলিপে (পালমেইরাস), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (ব্রাইটন), পাওলিনহো (অ্যাটলেটিকো মিনেইরো), পেপে (পোর্তো), রাফিনহা (বার্সেলোনা), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments