মাদক মামলায় গত বছর দীর্ঘ ২৮ দিন জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ। তাকে বেকসুর খালাস দিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ইন্ডিয়া টুডের খবর সংস্থাটি অভিযোগপত্র প্রকাশ করে জানিয়েছে, আরিয়ান খানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। আরিয়ানসহ ছয় জনকে নির্দোষ বলা হয়ছে ছয় হাজার পাতার চার্জশিটে। তাদের মধ্যে রয়েছেন সেই প্রমোদতরীর অনুষ্ঠানের চার আয়োজকও। এদের বিরুদ্ধে তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি। ২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান।