Friday, December 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিকআরব ও ইসলামী দেশগুলোর মন্ত্রীরা মিলিত হচ্ছেন চীনে

আরব ও ইসলামী দেশগুলোর মন্ত্রীরা মিলিত হচ্ছেন চীনে

গাজায় যুদ্ধ বন্ধের চেষ্টায় সোমবার চীন সফরে যাবেন আরব এবং ইসলামী দেশগুলোর মন্ত্রীরা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ মাসের শুরুতে সৌদি আরবের রিয়াদে আরব লিগ ও ওআইসির মধ্যে যে সিদ্ধান্ত হয় তা নিয়ে আরও অগ্রসর হতে সোমবার চীনে সমবেত হচ্ছেন মন্ত্রীরা। বাহরাইনে এক সম্মেলনের ফাঁকে এ কথা বলেছেন প্রিন্স ফয়সাল। তার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের প্লাটফরম এক্সে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছে। তিনি বলেছেন, আমাদের প্রথম অবস্থান হবে চীনে। এরপর আমরা পরিষ্কার বার্তা দিতে অন্য রাজধানীগুলোতে যাবো। আহ্বান  জানাবো অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে এবং গাজায় ত্রাণ পৌঁছার সুযোগ দিতে। যত দ্রুত সম্ভব এই সঙ্কট এবং গাজার যুদ্ধ বন্ধ করতে হবে আমাদেরকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments