সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ও তার কর্মীদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই জাহাজ আটকের কথা জানিয়েছে। তেহরানের দাবি, গত সোমবার আমিরাতের কোস্টগার্ডের হাতে দুই ইরানি জেলে নিহত হওয়ার দিনই জাহাজটি আটক করা হয়।
গত সোমবার আমিরাতের কোস্টগার্ড ইরানের কয়েকটি মাছ ধরা নৌকার ওপর গুলি চালায়। এ ঘটনায় ইরানের দুই জেলে নিহত হয়। এর জেরে আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় ইরান।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার দিনই সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে আমিরাতের মালিকানাধীন একটি জাহাজ আটক করা হয়। ইরান বলছে, গুলিবর্ষণের ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছে আমিরাত। একইসঙ্গে বুধবার চিঠি দিয়ে ওই ঘটনার ক্ষতিপূরণ দিতে তৈরি থাকার কথাও জানিয়েছে আবুধাবি।
মাছ ধরার নৌকা নিয়ে উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে ইরানের বিরোধের ঘটনা নিয়মিত হলেও তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, তাদের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে কোনও আগ্রাসন চালানো হলে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে।
সূত্র : আল-জাজিরা।