Saturday, June 10, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআরও ১টি রকেটের সফল উৎক্ষেপণ করলো চীন

আরও ১টি রকেটের সফল উৎক্ষেপণ করলো চীন

আজ (বুধবার) দুপুর ১২টা ১২ মিনিটে ‘জেডকে-১-এ’ পরিবাহী রকেটকে চীনের চিও ছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রথমবারের মতো উৎক্ষেপণ করা হয়েছে।

এ রকেটের সঙ্গে স্পেস নিউ টেকনোলজি টেস্ট স্যাটেলাইটসহ ৬টি উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হয়েছে।

জানা গেছে, ‘জেডকে-১-এ’ চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের স্বাধীনভাবে গবেষণা ও তৈরি সলিড পরিবাহী রকেট।

এর সঙ্গে উৎক্ষেপিত ৬টি উপগ্রহ যথাক্রমে স্পেস সনাক্তকরণ, বায়ুমণ্ডলীয় ঘনত্ব সনাক্তকরণসহ নানা ক্ষেত্রে কাজ করবে। সূত্র: সিআরআই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments