Sunday, December 10, 2023
spot_img
Homeআন্তর্জাতিকআরও মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে: কোহেন

আরও মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে: কোহেন

সৌদি আরব আব্রাহাম একর্ড চুক্তিতে স্বাক্ষর করার পর আরও মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে মনে করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন। তিনি বলেছেন, সম্প্রতি আফ্রিকায় বেশ কিছু মুসলিম দেশের কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাত করেছেন। আফ্রিকা এবং এশিয়ার ৬ থেকে ৭টি দেশ আব্রাহাম একর্ড শান্তিচুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি জানান। তবে এসব দেশের নাম প্রকাশ করেননি তিনি। এর ফলে এসব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান। এরই মধ্যে এই চুক্তি স্বাক্ষর করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

এতে বলা হয়, ২২ শে সেপ্টেম্বর কেএএন নিউজকে ইলি কোহেন এসব কথা বলেছেন। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক রক্ষা করে না এমন মুসলিম দেশগুলোর বেশ কয়েকজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তবে প্রায় এক মাস আগে ইলি কোহেনের একটি মন্তব্যে লিবিয়ায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। তিনি ঘোষণা করেন ইতালির রাজধানী রোমে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

উত্তর আফ্রিকায় এ ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ফলে নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করে লিবিয়া। তিনি লন্ডনে চলে যান। ইলি কোহেনের এই কূটনৈতিক নির্বুদ্ধিতার কারণে তাকে লিবিয়ার সঙ্গে যোগাযোগকে হত্যা করার অভিযোগ করেছে মার্কিন কর্মকর্তারা। এমনকি ইসরাইলের মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছে যে, গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্ট জানিয়েছেন কোহেনের এমন কর্মকাণ্ড সাম্প্রতিক সময়ে লিবিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কে মারাত্মক ক্ষতি করেছে। সম্পর্কের সেতুবন্ধনকে তিনি পুড়িয়ে দিয়েছেন। এটা অপূরণীয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments