Sunday, June 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআয় না হওয়ায় এক্সে ভিডিও পোস্ট করেন না মিস্টারবিস্ট

আয় না হওয়ায় এক্সে ভিডিও পোস্ট করেন না মিস্টারবিস্ট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট। আসল নাম জিমি ডোনাল্ডসন। ইউটিউবে তাঁর ফলোয়ার সাড়ে ২২ কোটি। সাধারণত ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে এক্সে পোস্ট দিয়ে সেই ভিডিও দেখার আহবান জানান তিনি।

গত শনিবার এমনই এক পোস্টের নিচে একজন ব্যবহারকারী মিস্টারবিস্টকে সরাসরি এক্সে ভিডিও পোস্ট করতে বলেন। এক্সের মালিক ইলন মাস্কও সেই ব্যবহারকারীর রিপ্লাইয়ের নিচে ‘ইয়াহ’ লিখে সহমত প্রকাশ করেন। এর পরই চাঁছাছোলা এক রিপ্লাই দেন মিস্টারবিস্ট। তিনি লেখেন, ‘আমার একেকটি ভিডিও বানাতে কয়েক লাখ ডলার খরচ হয়।
এক্সে ভিডিওটি শত কোটি বার দেখা হলেও লাভ নেই। যত্সামান্য অর্থও পাওয়া যাবে না।’ তবু পুরোপুরিভাবে মনিটাইজেশন চালু হলে তিনি কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে চান। উল্লেখ্য, গত বছর মনিটাইজেশন চালু করে এক্স।
রেভিনিউ শেয়ারিং প্রগ্রামের আওতায় প্রথম ধাপে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ৫০ লাখ ডলার ভাগ করে দেওয়ার কথা জানায় এক্স। তবে এই অর্থের পরিমাণ নিয়ে অসন্তোষ রয়েছে। গত আগস্টে ইউটিউবার কেএসআই জানান, এক মাসে এক্সের কাছ থেকে মাত্র এক হাজার ৫৯০ ডলার পেয়েছেন। অথচ ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা দুই কোটি ৪০ লাখ।সূত্র : বিজনেস ইনসাইডার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments