Tuesday, March 28, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAআমেরিকায় প্রথম মুসলিম মানসিক স্বাস্থ্য সম্মেলন

আমেরিকায় প্রথম মুসলিম মানসিক স্বাস্থ্য সম্মেলন

আমেরিকায় প্রথমবারের মতো মুসলিম মানসিক স্বাস্থ্য সম্মেলনের উদ্যোগ নিয়েছে দেশটির মুসলিমরা। ‘মুসলিম মেন্টাল হেলথ কনফারেন্স ফর কমিউনিটি লিডার’ শীর্ষক সম্মেলনের আয়োজক ইবনে সিনা ফাউন্ডেশন। আজ ১৪ মে শনিবার টেক্সাসের হাউসটোনে তা অনুষ্ঠিত হবে। আয়োজকরা বলছে, মে ২০২২-কে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস’ ঘোষণা করায় তারা এই সময়ে সম্মেলনের আহ্বান জানিয়েছে।
এই সম্মেলনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক রোগে আক্রান্ত রোগীদের প্রতি মনোযোগ বৃদ্ধি করতে চায় তারা।
এক বিবৃতিতে ইবনে সিনা ফাউন্ডেশন বলে, সর্বস্তরের মানুষের জন্য মানসিক স্বাস্থ্য একটি চ্যালেঞ্জের বিষয়। মানসিক স্বাস্থ্য চিকিৎসায় অনেক বৈষম্য আছে। বিশেষত নিম্ন আয়ের মানুষের ভেতর। এ বিষয়ে সম্মেলনের মাধ্যমে ধর্মীয় নেতাদের কাছে মানসিক স্বাস্থ্যের বৈশ্বিক অবস্থা এবং এ বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরতে চাই।
সূত্র : অ্যাবাউট ইসলাম

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments