Tuesday, April 16, 2024
spot_img
Homeধর্মআমেরিকার মাটির মসজিদ ও মাদরাসা

আমেরিকার মাটির মসজিদ ও মাদরাসা

দার আল-ইসলাম এডুকেশন সেন্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আবিকিউতে অবস্থিত। কাঁচা ইট ও মাটিসহ পরিবেশবান্ধব উপাদানে তৈরি। স্থানীয় আদিবাসী ঐতিহ্য, উত্তর আফ্রিকান নির্মাণকৌশল ও সাসানিদ স্থাপত্যরীতির মিশ্রণ ঘটেছে এখানে।

১৯৭৯ সালে ব্যতিক্রমী এই মসজিদ-মাদরাসা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রথমে দার আল-ইসলামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়। যার অধীনে একটি মসজিদ, একটি মাদরাসা, একটি ছাত্রাবাস, ১৫০টি মুসলিম পরিবারের জন্য আবাসন, একটি মহিলা কেন্দ্র, একটি উন্মুক্ত গোসলখানা, একটি হোটেল ও একটি কারুশিল্প কেন্দ্র নির্মাণের কথা ছিল। এই লক্ষ্যে সৌদি বাদশাহ খালিদসহ অন্য দাতাদের আর্থিক আনুকূল্যে সাড়ে আট হাজার একর ভূমি ক্রয় করা হয়। ১৯৮২ সালে মসজিদ ও মাদরাসা ভবনের নির্মাণ শেষ হয়। তবে সামগ্রিক প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব না হওয়ায় পরবর্তী সময়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত হয়। ফলে সাড়ে ১৩ শ একর ভূমি রেখে অবশিষ্ট ভূমি বিক্রি করে দেওয়া হয়। মিসরের বিখ্যাত স্থপতি হাসান ফাতহি (১৯০০-১৯৮৯ খ্রি.) ব্যতিক্রমী এই কমপ্লেক্সের নকশা করেন।

ছবি ও তথ্য : শাহ আরকি পিডিয়া

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments