মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ বলেছেন, তিনি অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিশ্বাসঘাতকতার শিকার। নিজ দলের কাছের মানুষের কাছেই রাজনীতির জটিল খেলায় হেরে গেছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ ডা. মাহাথির মোহাম্মদ। এটাই তার রাজনীতির খেলায় বড় পরাজয়।
রোববার (১ মার্চ) সকালে ইয়াছান আল বুখারিতে এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, মুহিউদ্দিন দীর্ঘদিন তার এই লক্ষ্য নিয়ে কাজ করছিলেন। এখন তার সেই উদ্দেশ্য সফল হয়েছে। আজমিন আলীর প্রতি বিরক্ত কিনা তা জানতে চাইলে মাহাথির বলেন, আজমিনের নিজস্ব এজেন্ডা ছিল। এই এজেন্ডায় তার হাত রয়েছে, আর তিনি মহিউদ্দিনের সাথে কাজ করাটা বেছে নিয়েছেন। পাকাতান হারাপানের পরবর্তী পদক্ষে হিসেবে তিনি বলেন, দ্রুত একটি পার্লামেন্টারি মিটিংয়ের আয়োজন করা হবে। আমরা দেখতে চাই কারা আমাদের পক্ষে আছেন। পাকাতান হারাপান বর্তমানে বিরোধী জোট হিসেবে কাজ করবে। নিজের দল প্রিবুমি বারাসাতু মালয়েশিয়া নিয়ে কি হবে জানত চাইলে মাহাথির বলেন, তাকে দলের চেয়ারম্যানের পদ থেকে বহিস্কার করা হবে কিনা তা দল ঠিক করবে।