আমাকে বড় মাপের মানুষ করোনি
করেছো স্বার্থপরতার প্রতিচ্ছবি
সত্য ও সুন্দরের মজুতদার করোনি
করেছো ধিক্কারের উপযোগী,
হে ওপরের জন
তোমার কাছে
আমি নালিশ করবো।
আত্মজ্ঞান না দিয়ে
স্বর্গ নরক দেখাও অকারণ
অহংসর্বস্ব, পরমসত্তায়
পারি না করিতে আত্মসমর্পণ
পারি না ঐশ্বরিক মহিমা ধারণ।
কেন দাওনি অনুভূতির
বিস্ময়কর বিশালতা,
তোমার কাছে
আমি নালিশ করবো।
তোমার ভয়াবহ আত্মগোপন
সংশোধন করা প্রয়োজন
নতুবা বিশ্বাস আমার
অবিশ্বাসে করে রূপ ধারণ।
কেন করোনি পূর্ণ মাত্রায় মানুষ
কেন দাওনি আধ্যাত্মিক অর্জন
কেন দাওনি আত্মমর্যাদা অসাধারণ
আমি নির্বিচারে নালিশ করবো।
কেন দাওনি তীব্র পাপ চেতনা
অন্তরাত্মা করে দিয়েছো আচ্ছন্ন
অন্ধকারের সীমাহীন গভীরে
কেন আমি পরিত্যক্ত,
কেন দাওনি মহাজাগতিক চেতনা
কেন দেখাওনি
অলৌকিক শক্তির ক্ষমতা
তোমার কাছে
আমি নালিশ করবো।
পরম প্রেম দাওনি কেন আমায়
কেন দিলে ইন্দ্রিয়াসক্ত
খোদাপ্রেমের মহা চৈতন্যে
কেন করোনি অশান্ত,
কেন আমাকে বুঝাওনি
অনন্ত প্রেমতত্ত্ব
কেন দেখাওনি
স্বর্গরাজ্যে প্রবেশের পথ
তোমার কাছে
আমি নালিশ করবো।
১৯.১১.২০২১