Monday, May 29, 2023
spot_img
Homeবিনোদনআমি ইসলামের পথে অটুট থাকব ইনশাআল্লাহ -সানাই মাহবুব

আমি ইসলামের পথে অটুট থাকব ইনশাআল্লাহ -সানাই মাহবুব

কিছুদিন আগে বিয়ে করে সংসারী হয়েছেন বহুল আলোচিত-সমালোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তাকে নিয়ে বির্তর্কের মূল কারণ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খোলামেলাভাবে তুলে ধরা। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালে ফেব্রæয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। তবে গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। পুরোপুরি ইসলামী জীবন বেছে নেন। ইসলামী জীবনযাপনের মধ্য দিয়ে সম্প্রতি বিয়ে করেছেন। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে কটাক্ষও করেছেন। এ নিয়ে সানাই তার ভেরিভাইড ফেসবুকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেন, ইনডিড আল্লাহ ইজ দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। কিন্তু এই সমাজের কিছু মানুষ কি এটা বোঝে? বুঝলেও কী মানে? যেখানে মহান আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন সেখানে সমাজের এ রকম ২,৪,১০ জন অমানুষ আমাকে নিয়ে কী ভাবল, কি করল, কাঁদলো না হাসলো, তাতে আমার কিছুই যায় আসে না! কারণ, এ রকম বহু মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন ইসলামের পথে আসার জন্য। আমি তাদের গুণগ্রাহী। আমি ইসলামের পথে অটুট থাকব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য যেন দ্রত ওমরাহ করতে পারি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments