Thursday, June 1, 2023
spot_img
Homeবিচিত্র‘আমার মৃত্যুর খবর ঠিক না’, ম্যারাডোনার ফেসবুক পোস্ট

‘আমার মৃত্যুর খবর ঠিক না’, ম্যারাডোনার ফেসবুক পোস্ট

কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন বছর হতে চললো। অভিযোগ উঠেছে, চিকিৎসকদের অবহেলার কারণে মারা যান আর্জেন্টাইন ফুটবল গ্রেট। ঘটনার মামলা-মোকদ্দমা এখনও কোর্টে চলমান। এরই মধ্যে নিজের অ্যাকাউন্ট থেকে ম্যারাডোনা লিখলেন, তার মৃত্যুর খবরটিই নাকি ভুয়া!

২০২০ সালের ২৫শে নভেম্বর মারা যান দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। মৃত্যুর প্রায় তিন বছর পর নিজের প্রয়াণ নিয়ে ফেসবুকে পোস্ট করলেন তিনি? নাহ! এমন কিছু হয়নি। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। খবরটি দিয়েছে আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টস।

মঙ্গলবার রাতে ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবরটি প্রকাশ পায়। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এরপর সেখান থেকে কয়েকটি পোস্টও করা হয়। প্রায় ১ কোটি ২০ লাখ ফলোয়ারের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা পোস্ট করে, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’

শুধু তাই নয়, নিয়মিত বিরতিতে বিভিন্ন ফানপোস্ট করা হচ্ছিল ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে।

এক পোস্টে লেখা হয়, ‘স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি।’ এমনকি আর্জেন্টাইন কিংবদন্তির অ্যাকাউন্টের ডিপিতে ব্রাজিলিয়ান গ্রেট পেলের ছবি সেভ করে হ্যাকাররা। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে বিশ্বাস করেন বলেও পোস্ট করা হয় ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে। মেসি-রোনালদোকেও নিয়ে লিখেছে হ্যাকাররা। মেসিকে ‘দীর্ঘজীবী হও’ বলার পাশাপাশি রোনালদোকে অশ্রাব্য গালিও দেয়া হয়। আর্জেন্টাইন দৈনিক লা নাসিওনের প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর প্রেসিডেন্টকে বিশ্বাস করা এবং রোনালদোকে গালি দেয়া দেখে ধারণা করা হচ্ছে, হ্যাকার জাতিতে মেক্সিকান। 

লা নাসিওন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে হ্যাকাররা প্রথম ম্যারাডোনার ফেসবুক থেকে পোস্ট করা শুরু করে। সেখানে ম্যারাডোনার এক ভক্ত মজার ছলে লিখেন, ‘তাকে তো ভিনগ্রহের প্রাণীরা অপহরণ করে নিয়ে গেছে।’ তার রিপ্লাইয়ে হ্যাকার লিখেন, ‘ফালতু কথা বলো না।’

ম্যারাডোনার অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার খবর নিশ্চিত করে কিংবদন্তির ছেলে ইনস্টাগ্রামে লিখেন, ‘আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি, দিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments