চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে গতরাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজের সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করেছেন সিটি তারকা আর্লিং হালান্ড। গোলটির জন্য ম্যাচ শেষে নিজের লম্বা পা জোড়ার কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।
বিজ্ঞাপনবিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মার্কো রিউসের ক্রস থেকে ম্যানসিটির জালে বল জড়ান জুডে বেলিংহাম। ম্যানসিটি সমতায় ফেরে ৮০তম মিনিটে, কেভিন ডি ব্রুইনের পাসে গোলটি করে জন স্টোন্স। ম্যাচের ৮৪তম মিনিটে জোয়াও ক্যানসেলোর ক্রসে অনেক দূর থেকে লাফিয়ে উঠে গোল করেন হালান্ড।
গোলটি সর্ম্পকে হালান্ড বলেন, ‘আমি মনে করি, আমার পা দুটি সত্যিই অনেক লম্বা। এজন্যই আমি বলের কাছে পৌঁছতে পেরেছিলাম। এটি সত্যিই দুর্দান্ত একটি গোল, এটা বলতেই হবে। ’