Sunday, June 16, 2024
spot_img
Homeবিনোদনআমাদের চলচ্চিত্র দূষিত হয়ে যাচ্ছে -রোজিনা

আমাদের চলচ্চিত্র দূষিত হয়ে যাচ্ছে -রোজিনা

পেশাগত বিষয়ের চাইতেও এখন ব্যক্তিগত জীবন নিয়েই বার বার আলোচনায় আসছেন চলচ্চিত্র জগতের মানুষেরা। সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমিকে কেন্দ্র করে জায়েদ খান ও ওমর সানীর বিরোধ নানা সমালোচনার জন্ম দিয়েছে। শিল্পীদের ব্যক্তিগত বিষয়গুলো সামনে উঠে আসছে। একজন সিনিয়র শিল্পী হিসেবে আপনি এসব বিষয় নিয়ে কী বলবেন? রোজিনা বলেন, আমাদের চলচ্চিত্র দূষিত হয়ে যাচ্ছে। যখন থেকে শিল্পী সমিতির নির্বাচন শুরু হলো তখন থেকেই বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছে। আমি চলচ্চিত্রের মানুষ। দিনশেষে এ সমস্ত বিষয় আমাকে ভাবাবে। কারণ আমার জন্ম চলচ্চিত্রে। সেই চলচ্চিত্র যদি ছোট বা অপমানিত হয় নিজের কাছে কষ্ট লাগে। অন্য কেউ অসম্মানিত হওয়া মানে আমিও অসম্মানিত হচ্ছি। একটা ঘর, একটা পরিবার, মানুষ ধ্বংস বা ঘৃণিতের দিকে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আপনিও তো ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনি কি জায়েদ খান ও ওমর সানীর চড় বা গুলি বের করার এমন কোনও ঘটনা দেখেছেন? এই অভিনেত্রী বলেন, হ্যাঁ।  আমিও ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে ছিলাম। কখন কি হলো আমি জানি না। জায়েদ খানকে দেখলাম ডিপজল ভাইয়ের সঙ্গে সঙ্গেই। মুখের কথায় বিশ্বাস করা ঠিক হবে না। কারণ, অনেক মোবাইল, ক্যমেরা ছিল। ঘটনা ঘটলে তো ধরা পরতো। তবে যাই হোক না কেন আমি চাই সব সমস্যার সমাধান হোক। শান্তিতে থাকুক সবাই। ঝামেলা বাড়ালে নিজেদের ক্ষতি। বাইরের মানুষ পর্যন্ত আর কিছু না যাক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments