Friday, September 22, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAআবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান কেন্দ্রীয় যুবদলে : নিউইয়র্কে আনন্দ সমাবেশ

আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান কেন্দ্রীয় যুবদলে : নিউইয়র্কে আনন্দ সমাবেশ

 বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের দুই নেতা আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের কমিটি অনুমোদন করেন।

কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত কমিটিতে যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাস্ট্র) এবং যুক্তরাষ্ট্র যুবদল নেতা ইলিয়াস খান সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাস্ট্র) পদে মনোনীত হয়েছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলের কমিটি দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার অনুমোদন করেন। এর আগে সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে যুবদল নেতা আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা মিষ্টিমুখের পাশাপাশি আনন্দ সমাবেশ করেন। গত বুধবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত আনন্দ সমাবেশে যুবদলের নেতা-কর্মী ছাড়াও বিএনপি’র নেতৃবৃন্দও অংশ নেন। এসময় দলীয় নেতা-কর্মীরা আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খানকে ফুলেল শুভেচ্ছা জানান।
আনন্দ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ট্রেজারার জসিম ভূইয়া, বিএনপি নেতা এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা ভিপি জহির মোল্লা, মিজানুর রহমান মিজান, সাইফুর খান হারুন, আমানত হোসেন আমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সরকার বিরোধী আন্দোলনে দুই নেতার ত্যাগ ও তিতিক্ষাকে মূল্যায়ন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। যুব দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে মনোনীত আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খাঁন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments