Saturday, July 27, 2024
spot_img
Homeজাতীয়আবারো ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

আবারো ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা চতুর্থ দফায় সারা দেশে ‘৪৮ ঘণ্টা অবরোধ’ শুরু হচ্ছে আজ। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। একই দাবিতে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং লেবার পার্টিও এ কর্মসূচি পালন করবে। এদিকে অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওদিকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে রোববার পূজামণ্ডপ এলাকায় অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব তরুণ দে।

উল্লেখ্য, ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবিতে ২৯শে অক্টোবর থেকে সারা দেশে টানা কর্মসূচি পালন করছে বিএনপি। একদিন হরতাল ও তিনদফায় ৭ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। সর্বশেষ গত বৃহস্পতিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে চতুর্থদফায় ফের ৪৮ ঘণ্টা আবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments